Free download

Sunday, September 2, 2012

উইন্ডোজের পাশাপাশি লিনাক্স (উবুন্টু বা উবুন্টু বেইজড লিনাক্স) ইন্সটল করুন সহজেই

আজকে আমি আলোচনা করবো কি করে লিনাক্স কে উইন্ডোজের পাশাপাশি কোন একটি ড্রাইভে সেটাপ করা যায়। অনেকে উবির সাহায্যে ইন্সটল করে থাকেন এতে পারফর্মমেন্স তেমন পাওয়া যায়না। আবার অনেকে ভুল বশত ডুয়েল বুট করতে যেয়ে পুরো হার্ডডিস্ক পার্টিশন করে ফেলেন। আর যাতে এমন কোন সমস্যা না হয় তার জন্য সহজ উপায়ে ডুয়েল বুটিং কিভাবে করতে হয় তা আলোচনা করবো।
এখানে আমি netrunner os কে নমুনা হিসেবে ব্যবহার করেছি।
আমি এই কাজটি ৩টি ধাপে দেখাবোঃ
ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করন
খ) লাইভ চালানো ও লিনাক্সে ext4 এবং swap পাটিশন তৈরি
গ) ইন্সটলেশন
ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করনঃ
উইন্ডোজে C ড্রাইভ ছাড়া অন্য যে কোন ড্রইভ (১০-২০ গিগার) সম্পুর্ন ফাকা করুন। এই কাজের জন্য সবশেষ ড্রাইভ হলে ভাল হয়। ধরে নিলাম আপনার ৫টি ড্রইভ আছে যেমন C, D, E, F, G তাহলে আমরা এক্ষেত্রে G ড্রাইভ কে ফাকা করলাম।