Free download

Sunday, September 2, 2012

উইন্ডোজের পাশাপাশি লিনাক্স (উবুন্টু বা উবুন্টু বেইজড লিনাক্স) ইন্সটল করুন সহজেই

আজকে আমি আলোচনা করবো কি করে লিনাক্স কে উইন্ডোজের পাশাপাশি কোন একটি ড্রাইভে সেটাপ করা যায়। অনেকে উবির সাহায্যে ইন্সটল করে থাকেন এতে পারফর্মমেন্স তেমন পাওয়া যায়না। আবার অনেকে ভুল বশত ডুয়েল বুট করতে যেয়ে পুরো হার্ডডিস্ক পার্টিশন করে ফেলেন। আর যাতে এমন কোন সমস্যা না হয় তার জন্য সহজ উপায়ে ডুয়েল বুটিং কিভাবে করতে হয় তা আলোচনা করবো।
এখানে আমি netrunner os কে নমুনা হিসেবে ব্যবহার করেছি।
আমি এই কাজটি ৩টি ধাপে দেখাবোঃ
ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করন
খ) লাইভ চালানো ও লিনাক্সে ext4 এবং swap পাটিশন তৈরি
গ) ইন্সটলেশন
ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করনঃ
উইন্ডোজে C ড্রাইভ ছাড়া অন্য যে কোন ড্রইভ (১০-২০ গিগার) সম্পুর্ন ফাকা করুন। এই কাজের জন্য সবশেষ ড্রাইভ হলে ভাল হয়। ধরে নিলাম আপনার ৫টি ড্রইভ আছে যেমন C, D, E, F, G তাহলে আমরা এক্ষেত্রে G ড্রাইভ কে ফাকা করলাম।

খ) লাইভ চালানো ও লিনাক্সে ext4 এবং swap পাটিশন তৈরিঃ
ধরে নিলাম আপনার কাছে কোন একটি লিনাক্স ডিস্ট্রোবিউশন ( উবুন্টু/ কুবুন্টু /মিন্টবা উবুন্টু বেইজড) আছে এবং তা বুটেবল সিডি/ডিভিডি বা বুটেবল পেনড্রাইভ করা আছে। দি বুটেবল করা না থাকে তাহলে আইএসও ফাইলকে পেনড্রাইভে বুটেবল করতে http://www.linuxliveusb.com/ অথবা http://www.pendrivelinux.com/downloads/Universal-USB-Installer/Universal-USB-Installer-1.9.0.6.exe ব্যবহার করতে পারেন। এখন লিনাক্স লাইভ চালু করুন। ডেস্কটপে দেখুন লেখা আছে ইন্সটল, তাতে ডবল ক্লিক করুন। এখন ইন্সটল হওয়া শুরু হবে।
চিত্রঃ ১।
Continue চাপুন। তাহলে prepare অপসন আসবে, install this third-party software এ টিক দিয়ে কনটিনিউ চাপুন। এই সময় ইন্টারনেট কানেকশন থাকলে আপডেট নিবে। নেট কানেকশন অফ রাখায় ভাল যাতে বেশি সময় না লাগে।
চিত্রঃ২।
এখন বেশ গুরুত্বপুর্ন অংশ। ভাল ভাবে খেয়াল কারতে হবে।
Disk setup অংশে Manual সিলেক্ট করুন কারন G ড্রাইভ আমাদের ফাঁকা করাই আছে। Continue চাপুন।
চিত্রঃ৩।
এখন অনেকের মাথা খারাপ হতে পারে। ভয় নেই খুব সহজ প্রসেস। এই অবস্থায় ড্রাইভ প্রদর্শন করবে। এখানে C, D, E, F, G এভাবে ড্রাইভ প্রদর্শন করবেনা।
/dev/sda হচ্ছে আপনার পুরো হার্ডডিস্ক।
/dev/sda1= C ড্রাইভ
/dev/sda5= D
/dev/sda6=E
/dev/sda7=F
/dev/sda8=G ড্রাইভ নির্দেশ করে।
চিত্রঃ৪।
/dev/sda8 বা G ড্রাইভ সিলেক্ট করুন। বুঝতে সমস্যা হলে G ড্রাইভ কত গিগা করেছিলেন তা খেয়াল করুন তাহলেই প্রকৃত ড্রাইভ পাবেন। G ড্রাইভ ডিলিট করুন। তখন আনএলোকেটেড স্পেস থেকে আমরা একটি সোয়াপ পার্টিশন তৈরি করবো। এর জন্য এড/চেঞ্জ বাটনে চাপুন। সোয়াপ পার্টিশনের জন্য মোটামুটি ২গিগা হলে চলবে।
চিত্রঃ৫
New partition size: 2048 mb দিতে পারেন, use as: swap area দিয়ে ওকে করুন। সয়াপ এরিয়া ফাইল পেজিং এর মত কাজ করে।
বাঁকি যে আনএলোকেটেড এরিয়া থকবে তাকে আমরা ext4 পার্টিশন করবো।এর জন্য আনএলোকেটেড এরিয়াকে সিলেক্ট করে এড বাটনে চাপুন তহলে নিচের মত একটি উইন্ডো আসবে।
চিত্রঃ৬
New partition size in mb: যা আছে তাই রাখুন
Use as: Ext4 journaling file system রাখুন
Format the partition: এ টিক চিন্হ দিন
Mount point:"/" চিন্হ দিন
Install now এ ক্লিক করুন
ইন্সটল হতে থাকবে।
Time zone: এ Asia /Bangladesh সিলেক্ট করুন
এগিয়ে যান
Keyboard লে আউট হিসাবে English us সিলেক্ট করুন।
এর পরের ধাপে User info আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কনটিনিউ করুন। কিছুক্ষন পর ইন্সটলেশন শেষ হবে। সমগ্র ইন্সটলের জন্য মোটামুটি ১৫+মিনিট সময় লাগতে পারে ।
রিস্টার্ট করুন। উপভোগ করুন লিনাক্স।
আমার লিনাক্স ডেস্কটপ.........................................................................................

আসুন আমরা প্রমিজ করি আজ থেকে যতটুকু সম্ভব পাইরেট সফটওয়ার ব্যবহার বন্ধ করবো।
বিঃদ্রঃ লিখতে অনেক কষ্ট হয়, এটি যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার এই কষ্টের স্বার্থকতা। আমি লিনাক্সে পারদর্শি নই তাই ভুল হতে পারে । গঠন মূলক সমালোচনা স্বগত। আশা করি ভাল মন্তব্য করবেন।

7 comments:

  1. Joy Abed ‎Veja Akash ভাই এখানে দেখতে পারেন। http://allfree365.blogspot.com/2012/09/blog-post.html
    9 hours ago · Unlike · 1



    so are very goood 4 linux

    ReplyDelete
  2. ধন্যবাদ না দিয়ে পারলাম না :) ।

    ReplyDelete
  3. ভাই লিনাক্স এর জন্য এত সুন্দর কোন পোস্ট আগে পড়িনি । অনেক ধন্যবাদ ভাই আপনাকে :)

    ReplyDelete
    Replies
    1. আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

      Delete