Free download

Friday, July 5, 2013

IDM এর পুরোপুরি বিকল্প ফ্রি এবং অপেন সোর্স সফটওয়ার XDM (Extreme Download manager)

আইডিএম নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন নেই। বেষ্ট ডাউনলোড ম্যানেজার হিসাবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। কিন্তু তা ফ্রি নয়। ক্রাক অথবা প্যাচ করে সাধারনতো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইরাস, ম্যালওয়ার কিংবা ক্ষতিকর অংশ যুক্ত হয়ে যায়।

ওপেন সোর্স/ফ্রি সফটওয়ার এর দুনিয়ায় একটি ভাল ডাউনলোড ম্যানজারের খুব অভাব ছিল এতদিন, এক্সডিএম তা পুরন করতে সক্ষম। এটি সকল প্লাটফরমে চলে সক্ষম অর্থাৎ উইন্ডোজ , লিনাক্স বা ম্যাক সব টাতেই খুব সহজে ব্যবহার করা যায়। তাই লিনাক্স ইউজারদের মন খারাপের কোন কারন নেই। xdm ইন্সটল করার পর হটাৎ মনে হতে পারে যে idm এর নতুন কোন ভার্সন ইন্সটল করে ফেলেছি! কিন্তু না! এটিই এক্সডিএম। আইডিএম এর সকল ফিচার এবং লুক এর মধ্যে আছে। আমি প্রথম ব্যবহার করেই বেশ অবাক ই হয়েছি।

আসুন এক ঝলক দেখে নেই এর বর্ননা এবং বৈশিষ্টঃ

Description

Xtreme Download Manager is a advanced and powerful tool to increase download speed up-to 500%, resume broken/dead downloads, capture videos from YouTube, Metacafe, DailyMotion, Google Video or any other website and schedule downloads. Xtreme Download Manager uses sophisticated dynamic segmentation algorithm,data compression and connection reuse to speed up the download process. Xtreme Download Manager supports HTTP, HTTPS and FTP protocols, firewalls, proxy servers, file redirects, cookies, authorization etc. XDM seamlessly integrates with Firefox on any operating system. XDM also integrates with any other browser to handle downloads automatically using Advanced browser integration. XDM also provides a built in YouTube downloader to download videos without any browser integration. Xtreme Download Manager is entirely written in Java, so it runs on any Operating System without even being installed.

Features


  • Download files at maximum possible speed. ( 5-6 times faster )
  • Sophisticated dynamic file segmentation algorithm,data compression & connection reuse.
  • Download FLV,MP4,HTML5 videos from YouTube, MySpaceTV, Google Video or Any Other site
  • Capture download from any browser (Firefox,Chrome,Internet Explorer,Opera,Safari or any other program trying to download a file from Internet)
  • Supports HTTP,HTTPS,FTP protocols with Authentication,Proxy Servers, Cookies, Redirection etc.
  • Resumes broken/dead downloads caused by connection problem,power failure or session expiration
  • Built in YouTube downloader, HTTP Traffic monitor, Batch downloader.
  • Can be configured to perform Automatic Antivirus checking, System shutdown on download completion
Highly portable. Runs on any O.S with Java SE 6. No need for installation.

এটি জাভা সফটওয়ার তাই এটি ব্যবহার করতে অবশ্যই জাভা রানটাইম থাকতে হবে। দাড়ান দাড়ান, জাভার নাম শুনে নাক সিটকানোর কোন কারনই নেই। এটি চালু হতে চোখের একটি পলকই যথেষ্ট :P। এর স্পিড আইডিএম এর কোন অংশে কম নয়। এটি আডিএম এর তুলনায় দ্রুত লিংক ক্যাপচার করতে পারে যা আমার সবচেয়ে ভাল লেগেছে।

সমস্যা সূমহঃ 

১। স্পিড লিমিট করা যায় না। তবে ডাউনলোডের সময় ব্রাউজিং স্পিড তেমন কমেনা। যা আমার খুব ভাল লেগেছে।
২।জাভা রানটাইম ইন্সটল করা না থাকলে এটি ইন্সটল করা যায় না। আবার জাভা রানটাইমের সাইজ একটু বেশিই। এটি থুব প্রয়োজনিয় সফটওয়ার যা অবশ্যই প্রতি পিসিতে ইন্সটল করতে হয়, তাই এই সিমাবদ্ধতা মেনে নেয়াই যায়।

যার আমার প্যাচালি পড়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন সফটওয়ার টি টেস্ট করার তারা এখানে ক্লিক করুন।

Thursday, May 30, 2013

প্রকৃত ব্যক্তি, প্রকৃত অর্থ- ৭ অয়েব ডিজাইনারের অনলাইনে প্যাসিভ ইনকাম

প্রকৃত ব্যক্তি, প্রকৃত অর্থ-৭ অয়েব ডিজাইনারের অনলাইনে প্যাসিভ ইনকাম


আপনারা এরই মধ্যে জেনেছেন যে ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডিভলপারের প্যাসিভ ইনকাম কতটা জরুরি। যা হোক অনলাইনে আয় করা আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে।


এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দেখাতে যে ওয়েব ডিজাইনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এই প্যাসিভ ইনকাম করতে পারে এবং করে থাকে।

কিভাবে অয়েব ডিজাইনার রা অনলাইনে আয় করতে পারে?

ওয়েব ডিজাইনার যারা প্যাসিভ ইনকামের প্রবাহ বাড়াতে চান তাদের এখনই ভাল অবস্থা।অধিকাংশ ব্যবসা আজকাল হয় শক্তিশালী অনলাইন উপস্থিতিতে অথবা সম্পূর্ণ ভার্চুয়ালি হয়ে থাকে। প্যাসিভ ইনকাম তাহলে কিভাবে হচ্ছে?

এর মানে হচ্ছে ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভলপার যারা প্যাসিভ ইনকাম করতে চান তাদের প্রচুর
সুজোগ আছে


ইবুকঃ চাহিদার তুলনায় ইবুকের সরবরাহ খুব কম। প্রতিদিন হাজারের ও বেশি নতুন লোক পোর্টেবল ডিভাইসে ইবুক পড়ে থাকে এবং এই লোক গুলোর মধ্যে অনেকে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভলপমেন্ট শিখতে চায় আপনি তাদেরকে শেখাতে পারেন।

অনলাইন কোর্সঃ অনেক মানুষ ই বই নির্দেশনামূলক খুঁজছেন, কিন্তু এই লোকগুলোর অর্ধেক আরও মিথস্ক্রিয় সেটিং পছন্দ করেন। TeamTreeHouse এবং Udemy মত অনলাইন কোর্স প্রদানকারী এই নেতৃস্থানীয় উদাহরণ, কিন্তু আপনি আপনার নিজস্ব কোর্স ভাল ভাবে শুরু করতে পারেন এর জন্য একটি সাধারন ব্লগ তৈরি করে প্রিমিয়াম মেম্বারদের জন্য ভিডিও হোষ্ট করতে পারেন।

এপ্লিকেশনঃ স্মার্ট ফোন এবং ট্যাবলেট ব্যবহার কারিদের সংখ্যা সমান তালে বাড়ছে। তার সাথে বাড়ছে প্রচুর সতন্ত্র এপলিকেশন এবং বিনোদনের। তাই এটিও হতে পারে প্যাসিভ ইনকামের একটি বড় মাধ্যম।

একটি পরিসেবা হিসাবে সফ্টওয়্যার (SaaS)ঃ অনেক কোম্পানি এবং ব্যক্তি তাদের মাইনে, টিম ম্যানেজমেন্ট, স্টোরেজ পরিচালনার জন্য সাহায্য সেবা ব্যবহার করে এবং পছন্দ করে। এই পরিষেবাগুলি মাসিক ফি প্রয়োজন হয় এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংক্রিয় হয়। কল্পনা করুন অনলাইন সিস্টেম ডেভলপ করে মাসে ৫ডলার প্রস্তাব করুন,কল্পনা করুন এই পদ্ধতিতে মাসে কত প্যাসিভ ইনকাম করতে পারবেন?

ওয়ার্ডপ্রেস থিমঃ প্রতিদিন হাজারের ও বেশি লোক তাদের নিজস্ব ব্লগ তৈরি করে এদের মধ্যে অনেকেই cms হিসাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন। ThemeForest.net এ চেক করে নিজে দেখুন নির্মাতারা কত ওয়ার্ডপ্রেস থিম তৈরি করেছেন।

ওয়ার্ডপ্রেস প্লাগইনসঃ  ওয়ার্ডপ্রেস ব্যবহারের শর্তাবলীর অধীনে প্লাগইনস গুলো ওপেন সোর্স এবং ফ্রি হতে হবে। এখানে আপনি ফ্রি এডিসন এবং বর্ধিত সংস্করন করে চার্জ করতে পারেন

পিএসডি টেমপ্লেটসঃ বাহিরে প্রচুর পরিমানে পিএসডি টেমপ্লেট নেই। ডেভলপার রা বর্ণনার অনুরুপ দ্রুত একটি টেমপ্লেট পেতে চাইবে যা সামান্য বদলিয়ে ব্যবহার করা যাবে এবং তা তাদের ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবে। কোন ওয়েব ডিজাইনার হায়ার করার প্রয়োজন নেই।

একজন ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভলপার হিসাবে আপনি নিজের জন্য প্যাসিভ ইনকাম বাড়াতে পারেন আপনার সময় এবং শক্তি দিয়ে। এটি সহজ নয় কিন্তু এটি অবশ্যই সম্ভব।

যারা সফল ভাবে অনলাইনে উপার্জন করছেন এমন ৭ জন ওয়েব ডিজাইনার


১। Jacob Cass বর্ননা করেছেন কিভাবে তিনি সফল ওয়েব ডিজাইনিং ব্লগ প্রতিষ্ঠা করেছেন

Jacob Cass একজন বহুমুখি ডিজাইনার এবং আর্ট ডিরেকটর যে সব ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করেছেন যেমন ডিজনি, জেরি সেইনফিল্ড, রেড বুল, নাইকি এবং ভিটামিনওয়াটার। তিনি এখন NYC Agency,Ammirati তে এখন একজন ইন্টারএকটিভ ডিরেক্টর/ডিজাইনার হিসাবে কাজ করছেন। এছাড়াও ফ্রিল্যান্সিং এবং ব্লগ তৈরি তার ব্যবসার অধিনে। এছাড়াও তিনি একটি লগো ডিজাইন ওয়েব সাইট চালান যা বিশ্বে শ্রেষ্ঠ ডেডিকেটেড সোকেস, একটি ব্লগ ব্র্যান্ডিং এবং আইডেন্টটিটি ডিজাইন হিসাবে আছে।


এই ইন্টারভিউয়ে Jacob Cass নিচের প্রশ্ন গুলোর উত্তর দিয়েছেনঃ

ক)জ্যাকব এর ব্লগিং সাফল্য তার ওয়েব ডিজাইন কর্মজীবনের কি ভুমিকা পালন করেছিল?
খ)Jacob একটি জনপ্রিয় ব্লগ এবং একটি বিশাল সামাজিক মিডিয়া কিভাবে পরিচালিত করেন?
ঘ)সৃজনশীল কাজের মাধ্যমে জাকোব কিভাবে অর্থ আয় করেন?

তার ইন্টারভিউ পড়তে এখানে যান

২। Sacha Greif তিন সপ্তাহে ইবুক লিখে কিভাবে ১৫০০০++ ডলারের বেশি উপার্জন করেছেনঃ

Sacha Greif একজন ওয়েব ডিজাইনার যে ওয়েবের জন্য ইউজার ইন্টারফেস এবং মোবাইল এপসের জন্য স্পেশাল। তিনি Hipmunk, Le Monde, MileWise,UNESCO এর ক্লায়েন্টর সাথে কাজ করে থাকেন। তিনি নিজস্ব আঙ্গিকে ইবুক বের করেন যা সবার কাছে সমাদৃত হয়। তিনি তার নিজস্ব ওয়েব ডিজাইনিং ব্লগও চালান।

ইন্টারভিউয়ে তিনি নিম্ন লিখিত প্রশ্নের উত্তর ব্যাখ্যা প্রদান করেনঃ

ক)ধাপে ধাপে ইউজার ইন্টারফেস ডিজাইনিং এর ধারনা কিভাবে তার ইবুকে নিয়ে আসেন?
খ)এই বিশেষ পন্যের জন্য উপযুক্ত দাম কিভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন?
গ)হ্যাকার নিউজের প্রথম পাতায় লিংক পেতে Sacha কিভাবে ম্যানেজ করেন?

তার ইন্টারভিউ পড়তে এখানে যান

৩। Chris Spooner এর ব্লগিং সফলতাঃ

Chris Spooner একজন ইউকের গ্রফিক এবং ওয়েব ডিজাইনার যে দুটি জনপ্রিয় ব্লগSpoonGraphics এবং Line25 চালান

এই ইন্টারভিউয়ে

ক)কিসের জন্য তিনি প্রথম অবস্থায় ওয়েব ডিজাইনিং ব্লগ চালুর সিদ্ধান্ত নেন?
খ)ব্লগ পোষ্ট এবং লিখন প্রকৃয়ার ধারনা কিভাবে আনেন?
গ)Chris কিভাবে ব্লগ থেকে আয় করেন?

তার ইন্টারভিউ পড়তে এখানে যান

৪। Ruben Gamez কিভাবে BidSketch কে অনলাইন ব্যবসা সফল করলেন

Ruben Gamez Bidsketch এর একক প্রতিষ্ঠাতা, এটি ওয়েব ডিজাইনারের জন্য ওনলাইন সফটওয়ার প্রপোজাল ওয়েবসাইট

এই ইন্টারভিউয়েঃ

ক) প্রথম অবস্থায় Ruben কেন Bidsketch প্রতিষ্ঠা করতে সিদ্ধান্ত নিলেন?
খ)ফুল টাইম জব থাকার পরও কিভাবে তিনি তার সাইড প্রজেক্ট কে ব্যবসা সফল হিসাবে পরিচালিত করেন?
গ)Ruben কিভাবে জানলেন তার চাকুরি ছেড়ে দিয়ে তার ব্যবসায় পুর্ন সময় দেয়ার এখনই সময়?

তার ইন্টারভিউ পড়তে এখানে যান

৫। Jarrod Drysdale ব্যাখ্য করলেন কিভাবে তিনি ই-বুক থেকে ৩৮০০০ ডলার আয় করেছেন

Jarrod Drysdale একজন ওয়েব ডিজাইনার যিনি তার ব্লগ Studio Fellow পরিচালনা করেন। ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরুর সময় তিনি টেকনোলজি, মুভি স্টুডিও আর্থিক প্রতিষ্ঠানে এবং কনজিউমার ব্যান্ড নিয়ে কাজ করেছেন। তিনি প্রারম্ভে প্রতিষ্ঠাতার জন্য একটি E-book "Bootstrapping ডিজাইন" লিখেছিলেন.

এই ইন্টারভিউয়েঃ

ক) ব্যর্থ শুরুর পর Jarrod কোন বিষয়টি তিনি বেশি অর্জন করেছেন?
খ)ই-বুক লিখা শুরু করার আগে তিনি কিভাবে ধারনা করেছিলেন যে মানুষ আসলে এটাই চেয়েছিলেন?
গ)Jared এর সফলতার কারন কি?

ইন্টারভিউ পড়তে এখানে যান

৬।Jacob Gube এর Six Revisions এর দ্রুত বৃদ্ধি


Jacob Gube, Six Revisions এর প্রতিষ্ঠাতা যা ইন্টারনেটে জনপ্রিয় এবং দ্রুত বর্ধনশীল ওয়েব ডিজাইনিং ব্লগ। তিনি ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভলপারও বটে এবং Front-end development এবং PHP development এ ও সতন্ত্র।

এই ইন্টারভিউয়েঃ

ক) অনলাইন মার্কেটিংয়ে কোন পুর্র অভিজ্ঞতা ছাড়া Six Revisions কে Jacob কিভাবে দ্রুত বর্ধনশীল ওয়েব ডিজাইনিং ব্লগে পরিনত করেন?
খ)কিভাবে তিনি লেখকদের একটি আন্তর্জাতিক দলের সঙ্গে একটি উচ্চ ট্রাফিক ব্লগটি কৌশলগত পরিচালনা করেন?
গ)Six Revisions এর দ্রুত বৃদ্ধির জন্য প্রকৃত কারন কি?

ইন্টারভিউ পড়তে এখানে যান

৭। একজন কিশোর কিভাবে এক বছরের মধ্যে একটি লাভজনক ওয়েব ডিজাইন ব্লগ তৈরি করেন


Stelian Subotin একজন ওয়েব ডিজাইনার এবং লেখক

এই আর্টিক্যালে

ক)১৬ বছর বয়সে তিনি কেন তার নিজস্ব ওয়েব ডিজাইন ব্লগ শুরু করার সিদ্ধান্ত নেন?
খ)এক বছরের মধ্যে কিভাবে শূন্য থেকে ৬৫০০০০ ইউনিক ভিজিটর প্রতিমাসে যেতে পরিচালনা করেন?
গ)তিনি কিভাবে তার ব্লগ মনিটাইজ করেন এবং কত আয় এখান থেকে করে থাকেন?

এই আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন

Tuesday, January 15, 2013

কনকি (conky,conky-lua) কনফিগারেশন করুন খুব সহজেই

ডেস্কটপে বিভিন্ন ধরনের গেজেট যোগ করতে কারনা ভাল লাগে। এর জন্য লিনাক্স ডেস্কটপে (আমার জানামতে Gnome, Kde) বিভিন্ন ধরনের গেজেট পাওয়া যায় তার মধ্যে conky অন্যতম। কারন কনকি খুব কম পরিমানে সিপিইউ/মেমোরি রিসোর্স গ্রহন করে থাকে। আমি এই কাজ গুলো কয়েকটি ধাপে সম্পন্ন করবো

Sunday, September 2, 2012

উইন্ডোজের পাশাপাশি লিনাক্স (উবুন্টু বা উবুন্টু বেইজড লিনাক্স) ইন্সটল করুন সহজেই

আজকে আমি আলোচনা করবো কি করে লিনাক্স কে উইন্ডোজের পাশাপাশি কোন একটি ড্রাইভে সেটাপ করা যায়। অনেকে উবির সাহায্যে ইন্সটল করে থাকেন এতে পারফর্মমেন্স তেমন পাওয়া যায়না। আবার অনেকে ভুল বশত ডুয়েল বুট করতে যেয়ে পুরো হার্ডডিস্ক পার্টিশন করে ফেলেন। আর যাতে এমন কোন সমস্যা না হয় তার জন্য সহজ উপায়ে ডুয়েল বুটিং কিভাবে করতে হয় তা আলোচনা করবো।
এখানে আমি netrunner os কে নমুনা হিসেবে ব্যবহার করেছি।
আমি এই কাজটি ৩টি ধাপে দেখাবোঃ
ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করন
খ) লাইভ চালানো ও লিনাক্সে ext4 এবং swap পাটিশন তৈরি
গ) ইন্সটলেশন
ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করনঃ
উইন্ডোজে C ড্রাইভ ছাড়া অন্য যে কোন ড্রইভ (১০-২০ গিগার) সম্পুর্ন ফাকা করুন। এই কাজের জন্য সবশেষ ড্রাইভ হলে ভাল হয়। ধরে নিলাম আপনার ৫টি ড্রইভ আছে যেমন C, D, E, F, G তাহলে আমরা এক্ষেত্রে G ড্রাইভ কে ফাকা করলাম।

Wednesday, July 4, 2012

স্মার্টফোনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ তথ্য

পকেট কম্পিউটার খ্যাত স্মার্টফোনের ব্যবহার বাড়ছে দিন দিন। বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রসারে স্মার্টফোনের মাধ্যমে প্রয়োজনীয় অনেক কাজ করা যাচ্ছে। ব্যবহারকারীরা ইমেইল, সামাজিক যোগাযোগ থেকে শুরু করে স্টক মার্কেট, ব্যাংকিং, ব্যক্তিগত তথ্য সংরক্ষণসহ নানা কাজ করছেন স্মার্টফোনের মাধ্যমে। ইন্টারনেট এবং মাল্টিমিডিয়াভিত্তিক ফিচারের বৈচিত্র্যময় ব্যবহারে সত্যিকারের প্রয়োজনীয় ডিভাইস হয়ে উঠেছে স্মার্টফোন। তাই স্মার্টফোনের নিরাপত্তার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনের নিরাপত্তায় দরকারি কিছু টিপস নিয়ে আজকের প্রতিবেদন। লেখা সরকার মনোয়ার পাশা


নিরাপত্তায় পিন কোড : স্মার্টফোনের নিরাপত্তায় বিভিন্ন ধরনের পিন (পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর) থাকে। সিমে পিন কোড ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে প্রতিবারই ফোন চালুর সময় বা সিমটি ব্যবহার করতে পিন নম্বরটি প্রবেশ করাতে হবে। ফোনের ক্ষেত্রেও একটি নিরাপত্তা পিন ব্যবহার করা যায়। তাহলে সিমের মতো প্রতিবারই সেট চালু করার সময় পিনটি প্রবেশ করাতে হবে। অন্যথায় ফোনটি চালু হবে না। ফোন কিপ্যাড লক ও বিভিন্ন সেটিংস পরিবর্তনের ক্ষেত্রেও পিন ব্যবহার করা যায়। ভয়েস মেইলের ক্ষেত্রে একটি ডিফল্ট পিন থাকে। এটি পরিবর্তন করে নতুন পিন ব্যবহার করা ভালো।

Wednesday, June 6, 2012

Free download Windows 8 Preview Release version & Serial no.

Windows 8 os is the best os then Windows 7 , xp. Now it release windows 8 Preview release version. It's now free to download.
At A glance:






Windows 8 Release Preview System Requirements :


  • Processor: 1 gigahertz (GHz) or faster
  • RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver
  • Additional requirements to use certain features:
  • To use touch, you need a tablet or a monitor that supports multitouch.
  • To access the Windows Store and to download and run apps, you need an active Internet connection and a screen resolution of at least 1024 x 768.
  • To snap apps, you need a screen resolution of at least 1366 x 768.
  • Internet access (ISP fees might apply)

    Now free download and enjoy:

    For 32 Bit: Click Here
    For 64 Bit: Click Here

    Serial No.: TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF

    Download & Enjoy

Thursday, May 31, 2012

"The Darkest Hour" movie Free Download

This movie is very very nice. This is also a largest budget movie.


Budget
$30,000,000 (estimated)

Opening Weekend
$3,000,000 (USA) (25 December 2011) (2,324 Screens)

Gross
$21,426,805 (USA) (26 February 2012)
$21,336,951 (USA) (19 February 2012)
$21,217,489 (USA) (12 February 2012)
$21,203,764 (USA) (5 February 2012)
$21,171,248 (USA) (29 January 2012)
$21,074,627 (USA) (22 January 2012)
$20,714,023 (USA) (15 January 2012)
$18,690,605 (USA) (8 January 2012)
$14,215,634 (USA) (1 January 2012)
$5,500,000 (USA) (25 December 2011)


Weekend Gross
$65,568 (USA) (26 February 2012) (94 Screens)
$98,691 (USA) (19 February 2012) (113 Screens)
$6,880 (USA) (12 February 2012) (18 Screens)
$19,554 (USA) (5 February 2012) (39 Screens)
$42,767 (USA) (29 January 2012) (87 Screens)
$183,036 (USA) (22 January 2012) (301 Screens)
$1,079,299 (USA) (15 January 2012) (1,182 Screens)
$3,124,316 (USA) (8 January 2012) (2,163 Screens)
$4,163,241 (USA) (1 January 2012) (2,327 Screens)
$3,000,000 (USA) (25 December 2011) (2,324 Screens)

Storyline

The American software designers Sean and Ben travel to Moscow to sell their software to investors. However, their Swedish partner Skyler pulls a fast one on Sean and Ben, and they are out of the business. They go to a nightclub, where they meet the Americans Natalie and Anne and they flirt with the girls and see Skyler in the club. Out of the blue, the population is surprised by lights, which they mistake for natural phenomena. But soon, they learn that the lights are aliens invading Earth and using power supply to annihilate mankind. Sean, Ben, Natalie, Anne and Skyler hide in the kitchen and when they leave the place, they seek out survivors on the street. Are they the last people on Earth?
Written by Claudio Carvalho, Rio de Janeiro, Brazil


To Download Click Here

http://bitshare.com/?f=lv261fxm