Free download

Thursday, May 30, 2013

প্রকৃত ব্যক্তি, প্রকৃত অর্থ- ৭ অয়েব ডিজাইনারের অনলাইনে প্যাসিভ ইনকাম

প্রকৃত ব্যক্তি, প্রকৃত অর্থ-৭ অয়েব ডিজাইনারের অনলাইনে প্যাসিভ ইনকাম


আপনারা এরই মধ্যে জেনেছেন যে ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডিভলপারের প্যাসিভ ইনকাম কতটা জরুরি। যা হোক অনলাইনে আয় করা আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে।


এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দেখাতে যে ওয়েব ডিজাইনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এই প্যাসিভ ইনকাম করতে পারে এবং করে থাকে।

কিভাবে অয়েব ডিজাইনার রা অনলাইনে আয় করতে পারে?

ওয়েব ডিজাইনার যারা প্যাসিভ ইনকামের প্রবাহ বাড়াতে চান তাদের এখনই ভাল অবস্থা।অধিকাংশ ব্যবসা আজকাল হয় শক্তিশালী অনলাইন উপস্থিতিতে অথবা সম্পূর্ণ ভার্চুয়ালি হয়ে থাকে। প্যাসিভ ইনকাম তাহলে কিভাবে হচ্ছে?

এর মানে হচ্ছে ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভলপার যারা প্যাসিভ ইনকাম করতে চান তাদের প্রচুর
সুজোগ আছে


ইবুকঃ চাহিদার তুলনায় ইবুকের সরবরাহ খুব কম। প্রতিদিন হাজারের ও বেশি নতুন লোক পোর্টেবল ডিভাইসে ইবুক পড়ে থাকে এবং এই লোক গুলোর মধ্যে অনেকে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভলপমেন্ট শিখতে চায় আপনি তাদেরকে শেখাতে পারেন।

অনলাইন কোর্সঃ অনেক মানুষ ই বই নির্দেশনামূলক খুঁজছেন, কিন্তু এই লোকগুলোর অর্ধেক আরও মিথস্ক্রিয় সেটিং পছন্দ করেন। TeamTreeHouse এবং Udemy মত অনলাইন কোর্স প্রদানকারী এই নেতৃস্থানীয় উদাহরণ, কিন্তু আপনি আপনার নিজস্ব কোর্স ভাল ভাবে শুরু করতে পারেন এর জন্য একটি সাধারন ব্লগ তৈরি করে প্রিমিয়াম মেম্বারদের জন্য ভিডিও হোষ্ট করতে পারেন।

এপ্লিকেশনঃ স্মার্ট ফোন এবং ট্যাবলেট ব্যবহার কারিদের সংখ্যা সমান তালে বাড়ছে। তার সাথে বাড়ছে প্রচুর সতন্ত্র এপলিকেশন এবং বিনোদনের। তাই এটিও হতে পারে প্যাসিভ ইনকামের একটি বড় মাধ্যম।

একটি পরিসেবা হিসাবে সফ্টওয়্যার (SaaS)ঃ অনেক কোম্পানি এবং ব্যক্তি তাদের মাইনে, টিম ম্যানেজমেন্ট, স্টোরেজ পরিচালনার জন্য সাহায্য সেবা ব্যবহার করে এবং পছন্দ করে। এই পরিষেবাগুলি মাসিক ফি প্রয়োজন হয় এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংক্রিয় হয়। কল্পনা করুন অনলাইন সিস্টেম ডেভলপ করে মাসে ৫ডলার প্রস্তাব করুন,কল্পনা করুন এই পদ্ধতিতে মাসে কত প্যাসিভ ইনকাম করতে পারবেন?

ওয়ার্ডপ্রেস থিমঃ প্রতিদিন হাজারের ও বেশি লোক তাদের নিজস্ব ব্লগ তৈরি করে এদের মধ্যে অনেকেই cms হিসাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন। ThemeForest.net এ চেক করে নিজে দেখুন নির্মাতারা কত ওয়ার্ডপ্রেস থিম তৈরি করেছেন।

ওয়ার্ডপ্রেস প্লাগইনসঃ  ওয়ার্ডপ্রেস ব্যবহারের শর্তাবলীর অধীনে প্লাগইনস গুলো ওপেন সোর্স এবং ফ্রি হতে হবে। এখানে আপনি ফ্রি এডিসন এবং বর্ধিত সংস্করন করে চার্জ করতে পারেন

পিএসডি টেমপ্লেটসঃ বাহিরে প্রচুর পরিমানে পিএসডি টেমপ্লেট নেই। ডেভলপার রা বর্ণনার অনুরুপ দ্রুত একটি টেমপ্লেট পেতে চাইবে যা সামান্য বদলিয়ে ব্যবহার করা যাবে এবং তা তাদের ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবে। কোন ওয়েব ডিজাইনার হায়ার করার প্রয়োজন নেই।

একজন ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভলপার হিসাবে আপনি নিজের জন্য প্যাসিভ ইনকাম বাড়াতে পারেন আপনার সময় এবং শক্তি দিয়ে। এটি সহজ নয় কিন্তু এটি অবশ্যই সম্ভব।

যারা সফল ভাবে অনলাইনে উপার্জন করছেন এমন ৭ জন ওয়েব ডিজাইনার


১। Jacob Cass বর্ননা করেছেন কিভাবে তিনি সফল ওয়েব ডিজাইনিং ব্লগ প্রতিষ্ঠা করেছেন

Jacob Cass একজন বহুমুখি ডিজাইনার এবং আর্ট ডিরেকটর যে সব ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করেছেন যেমন ডিজনি, জেরি সেইনফিল্ড, রেড বুল, নাইকি এবং ভিটামিনওয়াটার। তিনি এখন NYC Agency,Ammirati তে এখন একজন ইন্টারএকটিভ ডিরেক্টর/ডিজাইনার হিসাবে কাজ করছেন। এছাড়াও ফ্রিল্যান্সিং এবং ব্লগ তৈরি তার ব্যবসার অধিনে। এছাড়াও তিনি একটি লগো ডিজাইন ওয়েব সাইট চালান যা বিশ্বে শ্রেষ্ঠ ডেডিকেটেড সোকেস, একটি ব্লগ ব্র্যান্ডিং এবং আইডেন্টটিটি ডিজাইন হিসাবে আছে।


এই ইন্টারভিউয়ে Jacob Cass নিচের প্রশ্ন গুলোর উত্তর দিয়েছেনঃ

ক)জ্যাকব এর ব্লগিং সাফল্য তার ওয়েব ডিজাইন কর্মজীবনের কি ভুমিকা পালন করেছিল?
খ)Jacob একটি জনপ্রিয় ব্লগ এবং একটি বিশাল সামাজিক মিডিয়া কিভাবে পরিচালিত করেন?
ঘ)সৃজনশীল কাজের মাধ্যমে জাকোব কিভাবে অর্থ আয় করেন?

তার ইন্টারভিউ পড়তে এখানে যান

২। Sacha Greif তিন সপ্তাহে ইবুক লিখে কিভাবে ১৫০০০++ ডলারের বেশি উপার্জন করেছেনঃ

Sacha Greif একজন ওয়েব ডিজাইনার যে ওয়েবের জন্য ইউজার ইন্টারফেস এবং মোবাইল এপসের জন্য স্পেশাল। তিনি Hipmunk, Le Monde, MileWise,UNESCO এর ক্লায়েন্টর সাথে কাজ করে থাকেন। তিনি নিজস্ব আঙ্গিকে ইবুক বের করেন যা সবার কাছে সমাদৃত হয়। তিনি তার নিজস্ব ওয়েব ডিজাইনিং ব্লগও চালান।

ইন্টারভিউয়ে তিনি নিম্ন লিখিত প্রশ্নের উত্তর ব্যাখ্যা প্রদান করেনঃ

ক)ধাপে ধাপে ইউজার ইন্টারফেস ডিজাইনিং এর ধারনা কিভাবে তার ইবুকে নিয়ে আসেন?
খ)এই বিশেষ পন্যের জন্য উপযুক্ত দাম কিভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন?
গ)হ্যাকার নিউজের প্রথম পাতায় লিংক পেতে Sacha কিভাবে ম্যানেজ করেন?

তার ইন্টারভিউ পড়তে এখানে যান

৩। Chris Spooner এর ব্লগিং সফলতাঃ

Chris Spooner একজন ইউকের গ্রফিক এবং ওয়েব ডিজাইনার যে দুটি জনপ্রিয় ব্লগSpoonGraphics এবং Line25 চালান

এই ইন্টারভিউয়ে

ক)কিসের জন্য তিনি প্রথম অবস্থায় ওয়েব ডিজাইনিং ব্লগ চালুর সিদ্ধান্ত নেন?
খ)ব্লগ পোষ্ট এবং লিখন প্রকৃয়ার ধারনা কিভাবে আনেন?
গ)Chris কিভাবে ব্লগ থেকে আয় করেন?

তার ইন্টারভিউ পড়তে এখানে যান

৪। Ruben Gamez কিভাবে BidSketch কে অনলাইন ব্যবসা সফল করলেন

Ruben Gamez Bidsketch এর একক প্রতিষ্ঠাতা, এটি ওয়েব ডিজাইনারের জন্য ওনলাইন সফটওয়ার প্রপোজাল ওয়েবসাইট

এই ইন্টারভিউয়েঃ

ক) প্রথম অবস্থায় Ruben কেন Bidsketch প্রতিষ্ঠা করতে সিদ্ধান্ত নিলেন?
খ)ফুল টাইম জব থাকার পরও কিভাবে তিনি তার সাইড প্রজেক্ট কে ব্যবসা সফল হিসাবে পরিচালিত করেন?
গ)Ruben কিভাবে জানলেন তার চাকুরি ছেড়ে দিয়ে তার ব্যবসায় পুর্ন সময় দেয়ার এখনই সময়?

তার ইন্টারভিউ পড়তে এখানে যান

৫। Jarrod Drysdale ব্যাখ্য করলেন কিভাবে তিনি ই-বুক থেকে ৩৮০০০ ডলার আয় করেছেন

Jarrod Drysdale একজন ওয়েব ডিজাইনার যিনি তার ব্লগ Studio Fellow পরিচালনা করেন। ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরুর সময় তিনি টেকনোলজি, মুভি স্টুডিও আর্থিক প্রতিষ্ঠানে এবং কনজিউমার ব্যান্ড নিয়ে কাজ করেছেন। তিনি প্রারম্ভে প্রতিষ্ঠাতার জন্য একটি E-book "Bootstrapping ডিজাইন" লিখেছিলেন.

এই ইন্টারভিউয়েঃ

ক) ব্যর্থ শুরুর পর Jarrod কোন বিষয়টি তিনি বেশি অর্জন করেছেন?
খ)ই-বুক লিখা শুরু করার আগে তিনি কিভাবে ধারনা করেছিলেন যে মানুষ আসলে এটাই চেয়েছিলেন?
গ)Jared এর সফলতার কারন কি?

ইন্টারভিউ পড়তে এখানে যান

৬।Jacob Gube এর Six Revisions এর দ্রুত বৃদ্ধি


Jacob Gube, Six Revisions এর প্রতিষ্ঠাতা যা ইন্টারনেটে জনপ্রিয় এবং দ্রুত বর্ধনশীল ওয়েব ডিজাইনিং ব্লগ। তিনি ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভলপারও বটে এবং Front-end development এবং PHP development এ ও সতন্ত্র।

এই ইন্টারভিউয়েঃ

ক) অনলাইন মার্কেটিংয়ে কোন পুর্র অভিজ্ঞতা ছাড়া Six Revisions কে Jacob কিভাবে দ্রুত বর্ধনশীল ওয়েব ডিজাইনিং ব্লগে পরিনত করেন?
খ)কিভাবে তিনি লেখকদের একটি আন্তর্জাতিক দলের সঙ্গে একটি উচ্চ ট্রাফিক ব্লগটি কৌশলগত পরিচালনা করেন?
গ)Six Revisions এর দ্রুত বৃদ্ধির জন্য প্রকৃত কারন কি?

ইন্টারভিউ পড়তে এখানে যান

৭। একজন কিশোর কিভাবে এক বছরের মধ্যে একটি লাভজনক ওয়েব ডিজাইন ব্লগ তৈরি করেন


Stelian Subotin একজন ওয়েব ডিজাইনার এবং লেখক

এই আর্টিক্যালে

ক)১৬ বছর বয়সে তিনি কেন তার নিজস্ব ওয়েব ডিজাইন ব্লগ শুরু করার সিদ্ধান্ত নেন?
খ)এক বছরের মধ্যে কিভাবে শূন্য থেকে ৬৫০০০০ ইউনিক ভিজিটর প্রতিমাসে যেতে পরিচালনা করেন?
গ)তিনি কিভাবে তার ব্লগ মনিটাইজ করেন এবং কত আয় এখান থেকে করে থাকেন?

এই আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন

2 comments:

  1. রিয়েল প্যাসিভ নগদ উপার্জন!
    যদি আপনি প্রতিশ্রুতি দিয়ে সন্তুষ্ট হন এবং একটি বিশ্বস্ত কোম্পানীর সাথে অর্থ উপার্জন করতে চান এবং
    তাই আপনি এটি করতে পারেন বা আপনি বিস্মিত হবে না:
    ওয়েব এক্সেস: http://likesxlxprobengali.atwebpages.com

    ReplyDelete
  2. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete