Free download
Thursday, May 31, 2012
ফাইল দ্রুত কপি-পেষ্ট করুন
আমরা যখন কোন ফাইল বা ফোল্ডার কম্পিউটার থেকে কপি করে পেনড্রাইভ বা অন্য কিছুতে নিতে চাই তখন ওই ফাইল বা ফোল্ডারটির উপর মাউস রেখেডান বাটনে ক্লিক করে Send to Pendrive এ ক্লিক করলেই হয়। কিন্তু আমরা যখন পেন ড্রাইভ থেকে কোন কিছু কপি করে কম্পিউটারে রাথতে চাই তখন ওই ড্রাইভে গিয়ে পেষ্ট করতে হয়। এভাবে কপি-পেষ্ট করতে অনেক সময় লাগে এবং কোন ড্রইভে ভাইরাস থাকলে তা অন্যান্য ডাইভেও ছড়িয়ে পড়ে। অথচ এই কপি-পেষ্ট এর কাজ গুলো আমরা ইচ্ছা করলে অন্যান্য ড্রাইভে না গিয়েও খুব সহজেই করতে পারি। এর জন্য প্রথমে Start থেকে Run (windows key+R) এ ক্লিক করে regedit লিখে ok করুন। এখন HKEY_CLASSES_ROOT\AllFileSystemObjects\shellex ঠিকানায় গিয়ে VontextMenuHandlers এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ২টা নতুন key তৈরি করুন। একটির নাম দিন Copy To এবং Move T। এখন Copy To নির্বাচন করে ডান পাশ থেকে default এ ডবল ক্লিক করে Value Data তে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} লিখে ok করুন। এবং Move To নির্বাচন করে ডান পাশ থেকে default এ ক্লক করে Value Data তে {C2FBB631-2971-11d1-A18C-00C04DF75D13} লিখে ok করে বেরিয়ে আসুন। এখন যে ফাইল বা ফোল্ডারটি কপি-পেষ্ট বা কাট-পেষ্ট করতে চান সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Copy To Folder (for copy) বা Move To Folder (for cut) এ ক্লিক করে কোয়ায় পেষ্ট করেত চান তা নির্বাচন করে দিয়ে Copy or Move এ ক্লিক করুন। বাস হয়ে গেল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment