Free download

Wednesday, July 4, 2012

স্মার্টফোনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ তথ্য

পকেট কম্পিউটার খ্যাত স্মার্টফোনের ব্যবহার বাড়ছে দিন দিন। বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রসারে স্মার্টফোনের মাধ্যমে প্রয়োজনীয় অনেক কাজ করা যাচ্ছে। ব্যবহারকারীরা ইমেইল, সামাজিক যোগাযোগ থেকে শুরু করে স্টক মার্কেট, ব্যাংকিং, ব্যক্তিগত তথ্য সংরক্ষণসহ নানা কাজ করছেন স্মার্টফোনের মাধ্যমে। ইন্টারনেট এবং মাল্টিমিডিয়াভিত্তিক ফিচারের বৈচিত্র্যময় ব্যবহারে সত্যিকারের প্রয়োজনীয় ডিভাইস হয়ে উঠেছে স্মার্টফোন। তাই স্মার্টফোনের নিরাপত্তার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনের নিরাপত্তায় দরকারি কিছু টিপস নিয়ে আজকের প্রতিবেদন। লেখা সরকার মনোয়ার পাশা


নিরাপত্তায় পিন কোড : স্মার্টফোনের নিরাপত্তায় বিভিন্ন ধরনের পিন (পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর) থাকে। সিমে পিন কোড ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে প্রতিবারই ফোন চালুর সময় বা সিমটি ব্যবহার করতে পিন নম্বরটি প্রবেশ করাতে হবে। ফোনের ক্ষেত্রেও একটি নিরাপত্তা পিন ব্যবহার করা যায়। তাহলে সিমের মতো প্রতিবারই সেট চালু করার সময় পিনটি প্রবেশ করাতে হবে। অন্যথায় ফোনটি চালু হবে না। ফোন কিপ্যাড লক ও বিভিন্ন সেটিংস পরিবর্তনের ক্ষেত্রেও পিন ব্যবহার করা যায়। ভয়েস মেইলের ক্ষেত্রে একটি ডিফল্ট পিন থাকে। এটি পরিবর্তন করে নতুন পিন ব্যবহার করা ভালো।