ওপেন সোর্স/ফ্রি সফটওয়ার এর দুনিয়ায় একটি ভাল ডাউনলোড ম্যানজারের খুব অভাব ছিল এতদিন, এক্সডিএম তা পুরন করতে সক্ষম। এটি সকল প্লাটফরমে চলে সক্ষম অর্থাৎ উইন্ডোজ , লিনাক্স বা ম্যাক সব টাতেই খুব সহজে ব্যবহার করা যায়। তাই লিনাক্স ইউজারদের মন খারাপের কোন কারন নেই। xdm ইন্সটল করার পর হটাৎ মনে হতে পারে যে idm এর নতুন কোন ভার্সন ইন্সটল করে ফেলেছি! কিন্তু না! এটিই এক্সডিএম। আইডিএম এর সকল ফিচার এবং লুক এর মধ্যে আছে। আমি প্রথম ব্যবহার করেই বেশ অবাক ই হয়েছি।
আসুন এক ঝলক দেখে নেই এর বর্ননা এবং বৈশিষ্টঃ
Description
Features
- Download files at maximum possible speed. ( 5-6 times faster )
- Sophisticated dynamic file segmentation algorithm,data compression & connection reuse.
- Download FLV,MP4,HTML5 videos from YouTube, MySpaceTV, Google Video or Any Other site
- Capture download from any browser (Firefox,Chrome,Internet Explorer,Opera,Safari or any other program trying to download a file from Internet)
- Supports HTTP,HTTPS,FTP protocols with Authentication,Proxy Servers, Cookies, Redirection etc.
- Resumes broken/dead downloads caused by connection problem,power failure or session expiration
- Built in YouTube downloader, HTTP Traffic monitor, Batch downloader.
- Can be configured to perform Automatic Antivirus checking, System shutdown on download completion
এটি জাভা সফটওয়ার তাই এটি ব্যবহার করতে অবশ্যই জাভা রানটাইম থাকতে হবে। দাড়ান দাড়ান, জাভার নাম শুনে নাক সিটকানোর কোন কারনই নেই। এটি চালু হতে চোখের একটি পলকই যথেষ্ট :P। এর স্পিড আইডিএম এর কোন অংশে কম নয়। এটি আডিএম এর তুলনায় দ্রুত লিংক ক্যাপচার করতে পারে যা আমার সবচেয়ে ভাল লেগেছে।
সমস্যা সূমহঃ
১। স্পিড লিমিট করা যায় না। তবে ডাউনলোডের সময় ব্রাউজিং স্পিড তেমন কমেনা। যা আমার খুব ভাল লেগেছে।
২।জাভা রানটাইম ইন্সটল করা না থাকলে এটি ইন্সটল করা যায় না। আবার জাভা রানটাইমের সাইজ একটু বেশিই। এটি থুব প্রয়োজনিয় সফটওয়ার যা অবশ্যই প্রতি পিসিতে ইন্সটল করতে হয়, তাই এই সিমাবদ্ধতা মেনে নেয়াই যায়।
যার আমার প্যাচালি পড়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন সফটওয়ার টি টেস্ট করার তারা এখানে ক্লিক করুন।