Free download

Sunday, September 2, 2012

উইন্ডোজের পাশাপাশি লিনাক্স (উবুন্টু বা উবুন্টু বেইজড লিনাক্স) ইন্সটল করুন সহজেই

আজকে আমি আলোচনা করবো কি করে লিনাক্স কে উইন্ডোজের পাশাপাশি কোন একটি ড্রাইভে সেটাপ করা যায়। অনেকে উবির সাহায্যে ইন্সটল করে থাকেন এতে পারফর্মমেন্স তেমন পাওয়া যায়না। আবার অনেকে ভুল বশত ডুয়েল বুট করতে যেয়ে পুরো হার্ডডিস্ক পার্টিশন করে ফেলেন। আর যাতে এমন কোন সমস্যা না হয় তার জন্য সহজ উপায়ে ডুয়েল বুটিং কিভাবে করতে হয় তা আলোচনা করবো।
এখানে আমি netrunner os কে নমুনা হিসেবে ব্যবহার করেছি।
আমি এই কাজটি ৩টি ধাপে দেখাবোঃ
ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করন
খ) লাইভ চালানো ও লিনাক্সে ext4 এবং swap পাটিশন তৈরি
গ) ইন্সটলেশন
ক) উইন্ডোজে একটি ড্রাইভ ফাঁকা করনঃ
উইন্ডোজে C ড্রাইভ ছাড়া অন্য যে কোন ড্রইভ (১০-২০ গিগার) সম্পুর্ন ফাকা করুন। এই কাজের জন্য সবশেষ ড্রাইভ হলে ভাল হয়। ধরে নিলাম আপনার ৫টি ড্রইভ আছে যেমন C, D, E, F, G তাহলে আমরা এক্ষেত্রে G ড্রাইভ কে ফাকা করলাম।

Wednesday, July 4, 2012

স্মার্টফোনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ তথ্য

পকেট কম্পিউটার খ্যাত স্মার্টফোনের ব্যবহার বাড়ছে দিন দিন। বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রসারে স্মার্টফোনের মাধ্যমে প্রয়োজনীয় অনেক কাজ করা যাচ্ছে। ব্যবহারকারীরা ইমেইল, সামাজিক যোগাযোগ থেকে শুরু করে স্টক মার্কেট, ব্যাংকিং, ব্যক্তিগত তথ্য সংরক্ষণসহ নানা কাজ করছেন স্মার্টফোনের মাধ্যমে। ইন্টারনেট এবং মাল্টিমিডিয়াভিত্তিক ফিচারের বৈচিত্র্যময় ব্যবহারে সত্যিকারের প্রয়োজনীয় ডিভাইস হয়ে উঠেছে স্মার্টফোন। তাই স্মার্টফোনের নিরাপত্তার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনের নিরাপত্তায় দরকারি কিছু টিপস নিয়ে আজকের প্রতিবেদন। লেখা সরকার মনোয়ার পাশা


নিরাপত্তায় পিন কোড : স্মার্টফোনের নিরাপত্তায় বিভিন্ন ধরনের পিন (পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর) থাকে। সিমে পিন কোড ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে প্রতিবারই ফোন চালুর সময় বা সিমটি ব্যবহার করতে পিন নম্বরটি প্রবেশ করাতে হবে। ফোনের ক্ষেত্রেও একটি নিরাপত্তা পিন ব্যবহার করা যায়। তাহলে সিমের মতো প্রতিবারই সেট চালু করার সময় পিনটি প্রবেশ করাতে হবে। অন্যথায় ফোনটি চালু হবে না। ফোন কিপ্যাড লক ও বিভিন্ন সেটিংস পরিবর্তনের ক্ষেত্রেও পিন ব্যবহার করা যায়। ভয়েস মেইলের ক্ষেত্রে একটি ডিফল্ট পিন থাকে। এটি পরিবর্তন করে নতুন পিন ব্যবহার করা ভালো।

Wednesday, June 6, 2012

Free download Windows 8 Preview Release version & Serial no.

Windows 8 os is the best os then Windows 7 , xp. Now it release windows 8 Preview release version. It's now free to download.
At A glance:






Windows 8 Release Preview System Requirements :


  • Processor: 1 gigahertz (GHz) or faster
  • RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver
  • Additional requirements to use certain features:
  • To use touch, you need a tablet or a monitor that supports multitouch.
  • To access the Windows Store and to download and run apps, you need an active Internet connection and a screen resolution of at least 1024 x 768.
  • To snap apps, you need a screen resolution of at least 1366 x 768.
  • Internet access (ISP fees might apply)

    Now free download and enjoy:

    For 32 Bit: Click Here
    For 64 Bit: Click Here

    Serial No.: TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF

    Download & Enjoy

Thursday, May 31, 2012

"The Darkest Hour" movie Free Download

This movie is very very nice. This is also a largest budget movie.


Budget
$30,000,000 (estimated)

Opening Weekend
$3,000,000 (USA) (25 December 2011) (2,324 Screens)

Gross
$21,426,805 (USA) (26 February 2012)
$21,336,951 (USA) (19 February 2012)
$21,217,489 (USA) (12 February 2012)
$21,203,764 (USA) (5 February 2012)
$21,171,248 (USA) (29 January 2012)
$21,074,627 (USA) (22 January 2012)
$20,714,023 (USA) (15 January 2012)
$18,690,605 (USA) (8 January 2012)
$14,215,634 (USA) (1 January 2012)
$5,500,000 (USA) (25 December 2011)


Weekend Gross
$65,568 (USA) (26 February 2012) (94 Screens)
$98,691 (USA) (19 February 2012) (113 Screens)
$6,880 (USA) (12 February 2012) (18 Screens)
$19,554 (USA) (5 February 2012) (39 Screens)
$42,767 (USA) (29 January 2012) (87 Screens)
$183,036 (USA) (22 January 2012) (301 Screens)
$1,079,299 (USA) (15 January 2012) (1,182 Screens)
$3,124,316 (USA) (8 January 2012) (2,163 Screens)
$4,163,241 (USA) (1 January 2012) (2,327 Screens)
$3,000,000 (USA) (25 December 2011) (2,324 Screens)

Storyline

The American software designers Sean and Ben travel to Moscow to sell their software to investors. However, their Swedish partner Skyler pulls a fast one on Sean and Ben, and they are out of the business. They go to a nightclub, where they meet the Americans Natalie and Anne and they flirt with the girls and see Skyler in the club. Out of the blue, the population is surprised by lights, which they mistake for natural phenomena. But soon, they learn that the lights are aliens invading Earth and using power supply to annihilate mankind. Sean, Ben, Natalie, Anne and Skyler hide in the kitchen and when they leave the place, they seek out survivors on the street. Are they the last people on Earth?
Written by Claudio Carvalho, Rio de Janeiro, Brazil


To Download Click Here

http://bitshare.com/?f=lv261fxm


Free Download "Monster Brawl" BluRay 720p 550MB

This Horror Comedy Film is Really nice.  Movie Info below
                                                   


Info: http://www.imdb.com/title/tt1716753/
Release Date: 2011
Genre: Action | Comedy | Horror
Stars: Dave Foley, Art Hindle and Jimmy Hart
Quality: BluRay 720p
Source: 720p BluRay x264-GECKOS

Eight classic monsters fight to the death in an explosive wrestling tournament set inside an abandoned and cursed graveyard.

File: Monster.Brawl.2011.BluRay.720p.550MB.FahimAdib.Doridro.com.mkv
Size: 576065729 bytes (549.38 MiB), duration: 01:29:27, avg.bitrate: 859 kb/s
Audio: aac, 48000 Hz, stereo
Video: h264, yuv420p, 1280x544, 23.98 fps(r)
Doridro Entertainment Team [DET]
To download This movie Follow this link

          part-1: http://www.mediafire.com/?hfikwx3sdo6uof8
          Part-2: http://www.mediafire.com/?oai5qbprx1llzcy
          part-3: http://www.mediafire.com/?9ygq3n6fhfzxb98

ফাইল দ্রুত কপি-পেষ্ট করুন

আমরা যখন কোন ফাইল বা ফোল্ডার কম্পিউটার থেকে কপি করে পেনড্রাইভ বা অন্য কিছুতে নিতে চাই তখন ওই ফাইল বা ফোল্ডারটির উপর মাউস রেখেডান বাটনে ক্লিক করে Send to Pendrive এ ক্লিক করলেই হয়। কিন্তু আমরা যখন পেন ড্রাইভ থেকে কোন কিছু কপি করে কম্পিউটারে রাথতে চাই তখন ওই ড্রাইভে গিয়ে পেষ্ট করতে হয়। এভাবে কপি-পেষ্ট করতে অনেক সময় লাগে এবং কোন ড্রইভে ভাইরাস থাকলে তা অন্যান্য ডাইভেও ছড়িয়ে পড়ে। অথচ এই কপি-পেষ্ট এর কাজ গুলো আমরা ইচ্ছা করলে অন্যান্য ড্রাইভে না গিয়েও খুব সহজেই করতে পারি। এর জন্য প্রথমে Start থেকে Run (windows key+R) এ ক্লিক করে regedit লিখে ok করুন। এখন HKEY_CLASSES_ROOT\AllFileSystemObjects\shellex ঠিকানায় গিয়ে VontextMenuHandlers এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ২টা নতুন key তৈরি করুন। একটির নাম দিন Copy To এবং Move T। এখন Copy To নির্বাচন করে ডান পাশ থেকে default এ ডবল ক্লিক করে Value Data তে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} লিখে ok করুন। এবং Move To নির্বাচন করে ডান পাশ থেকে default এ ক্লক করে Value Data তে {C2FBB631-2971-11d1-A18C-00C04DF75D13} লিখে ok করে বেরিয়ে আসুন। এখন যে ফাইল বা ফোল্ডারটি কপি-পেষ্ট বা কাট-পেষ্ট করতে চান সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Copy To Folder (for copy) বা Move To Folder (for cut) এ ক্লিক করে কোয়ায় পেষ্ট করেত চান তা নির্বাচন করে দিয়ে Copy or Move এ  ক্লিক করুন। বাস হয়ে গেল।

Saturday, May 26, 2012

Free Download "Men in Black lll (2012)"

সিনেমা দেখতে কারনা ভাল লাগে? নতুন একটি সিনেমা রিলিজ হয়েছে এর নাম ”Men in Black 3 “। এর কিছু স্ক্রিন শট দেখে নেই।

For free download:

                               Part-1:  http://www.mediafire.com/?1m3ykpgyofkypcn
                           
                                Part-2:  http://www.mediafire.com/?aso8c4836bbcfa2

Friday, May 25, 2012

একটি অসাধারন অপেনসোর্স ফটো এডিটিং সফটওয়ার gimp 2.8.0 latest download

আমরা ছবি সম্পাদনার জন্য সাধারনতো ফটোশপ ব্যবহার করে থাকি যা কিনতে হয়। কিন্তু যদি এমন হয় যে ফটোশপ এর বিকল্প যা একেবারেই ফ্রি তাহলে কেমন হয়? এত দিন হয়তো উইনডোজের জন্য ফটোশপ ব্যবহার করেছেন এখন জিম্প ব্যবহার করে দেখুন কতটা মানষিক প্রশান্তি পান। লিনাক্স ব্যবহার কারিরা আগে থেকেই এই সফটওয়ারের সাথে পরিচিত এখন উইনডোজে ব্যবহার করে দেখুন কেমন লাগে।
ডাউনলোড করতে ক্লিক করুন http://www.gimp.org/downloads/
 এর চেহারা দেখুন
তাহলে আর দেরি কেন ডাউনলোড করে ব্যবহার শুরু করুন।

উবুন্টু ১২.০৪ এর ডিফল্ট লগিন সাউন্ড এনাবল করা

ডিফল্টভাবে প্রিসাইজ প্যাংগলিনে লগইন সাউন্ড অফ করে দেয়া আছে। দ্রুত বুট করার জন্যই এই ব্যবস্থা! তবে খুব সহজেই এই লগিন সাউন্ডটা ফিরিয়ে আনা সম্ভব। যদি লগিন সাউন্ড দিতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
  • ড্যাশে গিয়ে লিখুন Start, তারপর তারপর Startup Applications ওপেন করুন।
  • একটা উইন্ডো ওপেন হবে। Add বাটনে ক্লিক করুন।
  • আরেকটি উইন্ডো ওপেন হবে। সেখানে নিচের তথ্যগুলো একে একে দিয়ে দিন:
    • Name: GNOME Login Sound
    • Command: /usr/bin/canberra-gtk-play --id="desktop-login" --description="GNOME Login"
    • Comment: Plays a sound whenever you log in
  • আবার Add বাটনে ক্লিক করুন।
  • এবার তালিকাটায় GNOME Login Sound নামে নতুন একটা অ্যাপ্লিকেশন দেখতে পাওয়া যাবার কথা। সেটাকে টিক চিহ্ন দিয়ে এনাবল করুন।
  • Close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। 
  • লগআউট করে আবার লগিনকরুন।                                                                                                                                                                                                                            http://ubuntuforums.org/showthread.php?t=1980058 সংগ্রহিত 

ডেস্কটপে সাজাতে সুন্দর একটি গেজেট

ডেস্কটপ সাজাতে কারনা ভাল লাগে? আসুন আমরা এমন একটি গেজেট নিয়ে আলোচনা করি যা ফ্রি পাওয়া যায়। এর নাম হচ্ছে Rainmeter, desktop customization tool. অসাধারন একটি টুল যাতে অয়েদার রিপোর্ট, ব্যন্ডউইথ মিটার সিপিইউ মিটার, সুন্দর ক্যালেন্ডার ইত্যাদি দেয়া আছে।
আর বসে কেন ঝটপট ডাউনলোড করুন এবং অন্যকে তাক লাগিয়ে দিন।
ডাউনলোড করতে নিচের লিংকে প্রবেশ করুন

http://rainmeter.net/cms/

আসুন অন্যের কমপিউটারের পাসওয়ার্ড হ্যাক করি সহজেই

হ্যাকিং করতে কারনা ভাল লাগে? কিন্তু অনেক সময় ভয়, কঠিন পদ্ধতির করনে ইচ্ছা নষ্ট হয়ে যায় । আজকে আপনাদের এমন একটি সফটওয়ার উপহার দেব যা দ্বারা সহজে অন্যের পিসির পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। তবে ব্যবহার করার সময় এন্টিভাইরাস রান টাইম প্রটেকশন ডিজেবল করে রাখবেন তা না হলে একে ভাইরাস হিসেবে গন্য করতে পারে। ডাউনলোড করার জন্য
http://www.mediafire.com/?19itvg6uf9se3j3

তবে অন্যের ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না প্লিজ।

IDM কে ব্যবহার করুন আজীবন

আমরা প্রায় সকলেই আইডিএম ব্যবহার করে থাকি। আর আমার মনে হয় আইডিএম এর মত এত আপডেট অন্য কোন সফটওয়ার হয়না। প্রতি নিয়ত আপডেট ভার্সন বের হচ্ছে। আবার পুরাতন ভার্সন থেকে আপডেট করলে তা ইল্লিগাল দেখায়। তাহলে কি এর কোন সমাধান নেই? অবশ্যই আছে। ব্যবহার করুন একটি ক্রাক ফাইল আপডেট করতে থাকুন সারাজীবন।
http://www.mediafire.com/?go5oyhs2ul3xgur